গত ০৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে জেলা শিল্পকলা একাডেমি বরিশালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক বরিশালের বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জন সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব জাকারিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য জনাব মোঃ দিদারুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন এবং বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উক্ত কর্মশালায় খাদ্য নিরাপদ রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহনকারীদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করা ও সে বিষয়ে আলোচনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস